নওগাঁয় ভর্তি প্রক্রিয়ায় অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদ করায় এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে কলেজের স্টাফদের বিরুদ্ধে। কলেজের সেন্ট্রাল মাইকে ঘোষণা দিয়ে হামলা করা হয় বলে জানা গেছে।রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ সরকারি কলেজে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী একই কলেজ্জের শাখা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ হোসেন জুন।ঘটনার পর জুনায়েদ কলেজের মূল ফটকের সামনে বিকেল ৩টা পর্যন্ত অবস্থান নেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুল হক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।কলেজ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৭-১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির সময়। যেখানে নিয়মিত ছাত্রদের জন্য ৩ হাজার ৪৯১ টাকা এবং ছাত্রীদের জন্য ৩ হাজার ২৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া যেসব শিক্ষার্থীদের পাঠ বিরতি আছে তাদের জন্য আরও ১৫০ টাকা বাড়তি দিতে হবে।ফেরিতে বকশিশের নামে অতিরিক্ত ভাড়া আদায়স্থানীয়...