ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৮৭ রানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও লড়াই করার মত পূঁজি পেয়েছে টাইগার যুবারা। রিফাত বেগ ও রিজান হোসেনের ফিফটিতে ইংলিশদের সামনে ২৭৩ রানের লক্ষ্য দিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। হ্যাসলেগ্রেভ গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। টাইগার যুবাদের ব্যাটিংয়ের সময় বৃষ্টি নেমেছিল। তাতে খেলা বন্ধ থাকে বেশ কিছু সময়। পরে ওভার কমিয়ে ৪৭ ওভারে আনা হয়। বেধে দেয়া ওভারে ৯ উইকেটে ২৭২ রান তোলে বাংলাদেশ। টাইগার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন প্রথম ম্যাচে সেঞ্চুরি করা রিজান। ৭টি চার ও এক ছক্কায় ৫৭ বলে ৫৭ রান করেন এই ব্যাটার। ৫ চার ও ৩ ছক্কায় ৫২ বলে ৫১ রান করেন রিফাত বেগ। অধিনায়ক আজিজুল হক তামিমের ব্যাট থেকে আসে ৪১...