তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশি হামলার দ্রুত বিচার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে প্রকৌশল অধিকার আন্দোলন। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে এ হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এসময় ২৭ আগস্ট ফোরামের কর্মসূচিতে পুলিশের হামলার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রকৌশল শিক্ষার্থীদের অভিযোগ, তদন্তের কথা বললেও এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর সঙ্গে কথা বলেনি কেউই। তিন দফা দাবি বাস্তবায়নের রোডম্যাপ দিতে না পারাকে সরকারের ব্যর্থতা বলেও মনে করছেন তারা। যে...