নয়নাভিরাম এক গ্রাম এখন টিকটক পর্যটকদের কারণে ধ্বংসের ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। এই পর্যটকরা লাইক ও ক্লিকের জন্য গ্রামের ঐতিহ্যকে ব্যবহার করছে। ইংল্যান্ডের কটসওল্ড জেলা কাউন্সিলর জন ওয়ারিং বলেন, কটসওল্ডসের ভেনিস নামে পরিচিত বোরটন-অন-দ্য-ওয়াটার সাম্প্রতিক বছরগুলোতে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। কাউন্সিলর বলেন, মানুষজন এই গ্রামে শুধু তাদের ইনস্টাগ্রাম রিল বা টিকটকের জন্য ভিডিও বানাতে আসে এবং সুন্দর দৃশ্যের স্থানে সেলফি তোলে। ওয়ারিং বলেন, এ ধরনের পর্যটকদের সাধারণত সেই ঐতিহ্য, সংস্কৃতি বা প্রাকৃতিক পরিবেশের প্রতি কোনো আগ্রহ থাকে না, যা তারা শুধু ক্লিক পাওয়ার জন্য ব্যবহার করে। তারা এক ধরনের হিট-অ্যান্ড-রান পর্যটক। তিনি আরও জানান, শুধু তাই নয় স্থানীয় বাসিন্দারা মৌখিক ও শারীরিক নির্যাতনেরও শিকার হচ্ছেন এবং গ্রামে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ওয়ারিং আরও বলেন, বোরটন-এ আবর্জনার স্তূপ জমেছে,...