উত্তর কোরীয় নেতা কিম জং উন-কে একটি বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এই বার্তা পাঠানো হয়। বিশেষ এই বার্তাটি কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহেরে নিউজ এজেন্সি।বার্তায় ইরানের প্রেসিডেন্ট কিম জং উনকে ৯ সেপ্টেম্বর উদযাপিত ডিপিআরকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানান। কোরীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বার্তায় দুই দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে।পেজেশকিয়ান বলেন, দুই দেশের সম্পর্ক শুধু বর্তমানেই সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতেও তা আরও দৃঢ় ও মজবুত হবে। তিনি দুই দেশের নেতাদের আন্তরিক ইচ্ছাশক্তিকে এ উন্নয়নের মূল কারণ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।কিম জং উনের সুস্বাস্থ্য এবং দেশ...