জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন অবৈধ বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হওয়া পদযাত্রা কাঁঠালতলা, বিজ্ঞান অনুষদ অতিক্রম করে রায়সাহেব বাজার পর্যন্ত যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বাহাদুর শাহ পার্ক ঘুরে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে।আরো পড়ুন:ছাত্র সংসদসহ ৯ দফা দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপিডাকসু নির্বাচন: বামপন্থি প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্র সংসদসহ ৯ দফা দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি ডাকসু নির্বাচন: বামপন্থি প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পদযাত্রায় শিক্ষার্থীরা ‘অবৈধ বাসস্ট্যান্ড থাকবে না’, ‘ওয়ান টু থ্রি ফোর, বাসস্ট্যান্ড নো মোর’, ‘ ক্যাম্পাস আর বাসস্ট্যান্ড একসাথে চলে না’ ইত্যাদি স্লোগান দেন। শিক্ষার্থীদের অভিযোগ, বাহাদুর শাহ পার্ক ও আশপাশে যত্রতত্র বাস পার্কিংয়ের কারণে দীর্ঘদিন ধরে তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।...