দেশের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাস্টিস ফর জুলাই সংগঠন। আগামী ১ মাসের মধ্যে এসব দৃশ্যমান না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। রবিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।আরো পড়ুন:ছাত্র সংসদসহ ৯ দফা দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপিডাকসু নির্বাচন: বামপন্থি প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্র সংসদসহ ৯ দফা দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি ডাকসু নির্বাচন: বামপন্থি প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তাদের দাবিগুলো হলো- যেখানে যত দাগী আসামি আছে এবং যারা আগস্টের পর জামিন পেয়েছিল, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে; আওয়ামী লীগের যত হত্যাকারী, খুনী আছে যারা জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের গ্রেপ্তার করতে হবে; পুলিশ বাহিনীকে সংস্কার করতে হবে, এই পুলিশ বাহিনীকে আর কোনো রাজনৈতিক দলের বন্দুকের...