বামপন্থি আন্দোলনের প্রথিতযশা নেতা, লেখক এবং জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি কমরেড বদরুদ্দীন উমর রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে প্রয়াত হয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। রবিবার (৭ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যৌথ বিবৃতিতে এই বার্তা দেন।আরো পড়ুন:বদরুদ্দীন উমর আমৃত্যু জনগণের স্বার্থে রাজনীতি করে গেছেনখুলনায় মহররমের নামে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনের চেষ্টা বদরুদ্দীন উমর আমৃত্যু জনগণের স্বার্থে রাজনীতি করে গেছেন খুলনায় মহররমের নামে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনের চেষ্টা বিবৃতিতে তারা বলেন, কমরেড বদরুদ্দীন উমর আমৃত্যু শ্রমজীবী মানুষের পক্ষে সোচ্চার ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সম্পর্কে তার বক্তব্য, লেখা এবং গবেষণাকর্ম ইতিহাস সম্পর্কে আমাদের সঠিক ধারণা তৈরিতে সহায়তা করেছে।...