মাঝে মধ্যেই বিভিন্ন কারণে তোপের মুখে পড়তে হয় টলিউড তারকা নুসরাত জাহানকে। বিশেষ করে মেকআপ ছাড়া যতবারই ছবি-ভিডিও পোস্ট করেছেন, ততবারই চূড়ান্ত ট্রোলের মুখে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি নুসরাত তার ছেলে ঈশানের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে মা-ছেলের দুষ্টুমি নজরে এসেছে ভক্তদের। তবে এই ভিডিওতে নুসরাতকে মেকআপ ছাড়া দেখার পর নেটিজেনের একাংশ তীব্র ট্রোল করেছেন নায়িকাকে। নুসরাতের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, নায়িকা সদ্য ঘুম থেকে উঠেছেন। চোখে কালো ফ্রেমের চশমা, উসকো খুশকো চুল, সাদা টি-শার্ট। আর যেহেতু তিনি ঘুম থেকে উঠেছেন স্বাভাবিকভাবেই কোনও মেকআপ তিনি করেননি। এরই ফাঁকে মায়ের সঙ্গে দুষ্টুমিতে মত্ত ঈশান। মায়ের চুল, মুখের ওপর দিয়ে খেলনা গাড়ি চালিয়ে দিচ্ছে নুসরাত-পুত্র।ভিডিওতে নুসরাতকে বলতে শোনা যায়, আমার ওপর দিয়ে কেন তোমার গাড়ি চালাচ্ছো? যদিও মায়ের কথার কোনও...