২০২৪ সালের ব্যালন ড’অর জয়ী রদ্রি এবার শেয়ার করলেন তার মতে ২০২৫ সালের সম্ভাব্য বিজয়ীদের নাম। ম্যানচেস্টার সিটি ও স্পেনের এই মিডফিল্ড তারকা মনে করছেন, এবারের পুরস্কার মূলত বার্সেলোনার কিশোর প্রতিভা লামিনে ইয়ামাল ও পিএসজি তারকা উসমান দেম্বেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। রদ্রি বলেন,“ব্যালন ড’অর জেতা সহজ নয়। পিএসজি মৌসুমের সেরা দল ছিল, তাই তাদের কাউকে এ পুরস্কার দেওয়া স্বাভাবিক। আমি লুইস এনরিকের জন্য খুশি।”তবে তিনি স্বীকার করেন, বার্সেলোনার তরুণদের প্রতিও তার আলাদা টান রয়েছে।“আমি চাই লামিন বা পেদ্রি জিতুক, কিন্তু খেলার যোগ্যতার ভিত্তিতে দেম্বেলে কিংবা ভিটিনিয়া এগিয়ে।” স্পেনের হয়ে ইউরো ২০২৪ জয়ের পর রদ্রিকে ইয়ামালকে উৎসাহ দিতে দেখা গিয়েছিল। সে প্রসঙ্গে তিনি জানান,“ওই মুহূর্তে শুধু বলতে চেয়েছিলাম—কাজ চালিয়ে যাও, তুমি যা চাও তা...