শেষ দিনের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এজিএস পদপ্রার্থী তানভীর আল হাদি মায়েদ। রোববার (০৭ সেপ্টেম্বর) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ভোটারদের মাঝে প্রচারণা চালান তিনি ।প্রচারণায় তিনি ভোটারদের কাছে নিজের ইশতেহার তুলে ধরেন। এছাড়া প্রার্থীদের কাছে দোয়া ও ভোট কামনা করেন। প্রচারণাকালে প্রতিরোধ পর্ষদের প্রার্থীদের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তিনি প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।এদিকে ডাকসু নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ দিনে পূর্বঘোষিত ইশতেহারের আদলে শপথ পাঠ করেছে ছাত্রদল মনোনীত আবিদ-হামিম-মায়েদ প্যানেল। রোববার (০৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের নেতৃত্বে সব হল সংসদ ও কেন্দ্রীয় সংসদের প্রার্থীরা শপথ পাঠ অনুষ্ঠানে অংশ নেন।শুরুতে প্যানেলের কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী...