০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম নারী বুন্দেসলিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শনিবার বায়ার লেভারকুসেনের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে আলিয়াঁজ এরেনায় ৫৭,২৬২ জন ফুটবল সমর্থক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন, যা জার্মান নারী ক্লাব ফুটবলে একটি রেকর্ড। গত মৌসুমের ডাবল শিরোপা জয়ী বায়ার্ন দ্বিতীয়ার্ধে ভানেসা গিলেস ও ক্লারা বুয়েহেলের গোলে ২-০ ব্যবধানে জয়ী হয়। এনিয়ে মাত্র পঞ্চম বারের মত আলিয়াঁজ এরেনা বায়ার্নের নারী দল খেলার সুযোগ পেল। অথচ পুরুষ দল তাদের সব হোম ম্যাচ এই মাঠেই খেলে থাকে। ২০১১ নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কানাডা ও স্বাগতিক জার্মানী। ঐ ম্যাচটিতে দর্শক উপস্থিতির সংখ্যা ছিল ৭৩,৬৮০। শনিবারের ম্যাচটি গত মৌসুমে জার্মান কাপের সেমিফাইনালে...