এ ঘটনার বিচার দাবি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। অবিলম্বে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছে তারা। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মাজারে হামলা, ভাঙচুরের ঘটনার সময় পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে মাজারে ভাঙচুর ও কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে গ্রেফতারের পর রোববার (৬ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজিরের জন্য পাঠানো হয়েছে। রাজবাড়ির পুলিশ সুপার (এসপি) মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে...