ডলফিন রক্ষায় মাছসহ সকল প্রকার আহরণ বন্ধে সুন্দরবনের অভয়ারণ্য ঘোষিত খাল ও নদীতে স্থাপন করা হয়েছে লাল পতাকা। গতকাল শনিবার পূর্ব সুন্দরবনের ডলফিন অভয়ারণ্যে এলাকা ঢাংমারী খালের ঘাগড়ামারী টহল ফাঁড়ি থেকে পশুর নদীর পশ্চিম পাড় এবং করমজল হয়ে জোংড়া টহল ফাঁড়ির ছোট জোংড়া খাল পর্যন্ত অনেকগুলো ফ্ল্যাগ দেখা যায়। ওই লাল পতাকায় লেখা রয়েছে, ‘মাছ ধরা নিষেধ’ ও ‘ডলফিন অভয়ারণ্য’। বন বিভাগ সূত্রে জানা গেছে, মূলত ডলফিনের নিরাপত্তা ও সংরক্ষণ নিশ্চিত করার স্বার্থেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে বিপুল সংখ্যক ইরাবতী ও গাঙ্গেয় প্রজাতির ডলফিন বসবাস করে। এরা নদী ও সাগরের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দীর্ঘদিন ধরে কিছু অসাধু জেলে অভয়ারণ্যের ভেতরে অবৈধভাবে মাছ ধরার কারণে ডলফিনের আবাসস্থল ও প্রজনন মারাত্মকভাবে ঝুঁকির...