চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ৬ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৫১ কোটি ৬১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশিয় মুদ্রায় দাঁড়ায় ৬ হাজার ২৯৭ কোটি তিন লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের প্রথম ৬ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আট কোটি ৬৬ লাখ ৫০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে চার কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৩ লাখ ৪০ হাজার ডলার। আরও পড়ুনআরও পড়ুনআগস্টে কমেছে মূল্যস্ফীতি, তিন বছরের মধ্যে সর্বনিম্ন দেশের ব্যাংকগুলোর মধ্যে সেপ্টেম্বরের প্রথম...