এশিয়া কাপ ২০২৫–এর দলে জায়গা না পেয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। তবে এই বাদ পড়াকে নেতিবাচকভাবে না দেখে বরং শিক্ষার সুযোগ হিসেবেই দেখছেন তিনি। নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আইয়ার জানিয়েছেন, জীবনের প্রত্যাখ্যান আর ব্যর্থতাগুলোই তাকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে। আইকিউও ইন্ডিয়ারদ্য কুয়েস্ট টকপডকাস্টে আইয়ার বলেন,“অন্যরা আমার সম্পর্কে কী ভাবছে তা নিয়ে আর ভাবি না। যখন এই মানসিকতা তৈরি হয়, তখন নিজের উন্নতিতেই মন দেওয়া যায়। প্রতিদিন আমি শিখি। আমি বিশ্বাস করি, একজন মানুষ কখনোই সম্পূর্ণ নিখুঁত নয়। জ্ঞান অনন্ত, তাই প্রতিদিন শেখার চেষ্টা করি।” তিনি আরও যোগ করেন,“জীবন সবসময় সরল পথে চলে না। প্রত্যাখ্যান এসেছে, ব্যর্থতা এসেছে, উত্থান-পতনের মধ্যে দিয়েই যেতে হয়েছে। জীবনটা রোলার কোস্টারের মতো। এসব অভিজ্ঞতা থেকেই আমি অনেক কিছু শিখেছি।” এশিয়া কাপে না...