গত ২৬ আগস্ট থেকে শুরু হয়ে আজ রোববার রাত ১০টায় শেষ হচ্ছে ডাকসুর নির্বাচনী প্রচার। এর মধ্যে অসুস্থতার কারণে নির্বাচনী প্রচারে কয়েক দিন অনুপস্থিত ছিলেন বামপন্থী কয়েকটি ছাত্রসংগঠনের সমর্থিত প্রতিরোধ পর্ষদের এই জিএস প্রার্থী। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই হুইলচেয়ারে করে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে অংশ নেন মেঘমল্লার। ডাক্তারদের নিষেধ থাকা সত্ত্বেও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে সংবাদ সম্মেলনে এসেছেন জানিয়ে মেঘমল্লার বসু বলেন, ‘যাঁরা আমাকে নিয়ে মিথ্যা ছড়াচ্ছে তাদের বলতে চাই, শুধু আজকে নয় বরং অসংখ্যবার ডাক্তারদের নিষেধ না মেনে রাজপথে লড়াই করেছি। তাই আমাদের বিষয়ে এসব মিথ্যা ছড়িয়ে লাভ নেই।’ সংবাদ সম্মেলনে মেঘমল্লার বলেন, ‘আমার আসার জায়গাটা খুব সিম্পল। আমার সহযোদ্ধারা, আমার অবর্তমানে আমার হয়ে গত ৫ দিন যে লড়াই করে গেছেন, যেভাবে শেষ মানুষটি পর্যন্ত যে প্রচারণা, সে...