টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ভাবনায় রেখে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। চলতি বছরের শেষ দিকে ঘরের মাঠে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে সিরিজটি খেলবে তারা। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এর আগে নভেম্বরে এই সংস্করণের ত্রিদেশীয় সিরিজটি খেলবে আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এশিয়া কাপ সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে এখন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান ও আফগানিস্তান। ফাইনালে রোববার মুখোমুখি হবে দল দুটি। প্রথমবারের মতো ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আগামী ১৭ নভেম্বর শুরু হয়ে যা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। রাওয়ালপিন্ডিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। এক দিন পর একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে আফগানরা। সিরিজের বাকি ম্যাচগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২২ নভেম্বর পাকিস্তানের প্রতিপক্ষ...