ইভেন্টটি মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে। এটি অ্যাপলের ওয়েবসাইট, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সরাসরি দেখানো হবে। নানান গুঞ্জনের মধ্যে অ্যাপলের এ ইভেন্টে কী কী উন্মোচিত হতে পারে তা একবার দেখে নেওয়া যাক। ইভেন্টের মূল আকর্ষণ আইফোন ১৭ সিরিজকে ঘিরে। এই সিরিজে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে এবং সম্পূর্ণ নতুন একটি মডেলও যোগ থাকবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ‘নাইন টু ফাইভ ম্যাক’। প্রতিটি মডেলের কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এরমধ্যে আইফোন ১৭ তে থাকছে বড় ডিসপ্লে, ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, প্রোমোশন এবং অলওয়েজ-অন স্ক্রিনসহ আরও কিছু আপডেট। আইফোন ১৭ এয়ার আসছে বেশ পাতলা ডিজাইনে সঙ্গে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, এ১৯ চিপ, পেছনে সিঙ্গল ক্যামেরা এবং আরও কিছু ফিচার । আইফোন ১৭ প্রো নতুন ক্যামেরা বার ডিজাইন নিয়ে আসছে সঙ্গে এ ১৯...