ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে একাধিকবার আচরণবিধি ভঙ্গ করে প্রচার চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের বিরুদ্ধে। সম্প্রতি আচরণবিধি লঙ্ঘন করে তার প্রতিষ্ঠিত ‘বিজ্ঞান আড্ডা’ নামের একটি প্লাটফর্মের অর্থায়নে একাধিক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এছাড়া প্রচারের সময়সীমা অতিক্রান্তের পরও হলে এটি চলমান রাখার অভিযোগ উঠেছে উমামা ফাতেমার বিরুদ্ধে।আরো পড়ুন:অবৈধ বাসস্ট্যান্ড সরাতে জবি শিক্ষার্থীদের পদযাত্রা৩ দাবিতে জাস্টিস ফর জুলাইয়ের সংবাদ সম্মেলন গত ৩০ আগস্ট ফলিত রচনা কেমিকৌশল বিভাগে ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটির (এমআরএস) প্রোগ্রামে অর্থায়ন করে বিজ্ঞান আড্ডা। এছাড়া গত ১ সেপ্টেম্বর প্রাণিবিদ্যা বিভাগে ‘আর’ প্রোগ্রামিং কোর্সের আয়োজন করে প্লাটফর্মটি। বিজ্ঞান আড্ডার প্রতিষ্ঠাতা ও সংগঠক ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম...