এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর কমলো বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ। সেই হিসেবে কমে এখন দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ৩০ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশের রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ২৫ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। আজ রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। আরিফ হোসেন খান বলেন, গত জুলাই-আগস্টে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বিল ১৫০ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার পরিশোধের পর আজ দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দাঁড়িয়েছে দুই হাজার ৫৩৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের দাঁড়িয়েছে তিন হাজার ৩০ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ডলার। যা গত ৩ সেপ্টেম্বর রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৬৪৫ কোটি ৬০...