জাপানের রাজপরিবারে চলছে উৎসবের আবহ। ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে বিবেচিত প্রিন্স হিসাহাতো সদ্যই উনিশ বছরে পা দিয়েছেন। বয়সের দিক থেকে তিনি এখন আনুষ্ঠানিকভাবে প্রাপ্তবয়স্ক। প্রায় চার দশক পর আবারও প্রাপ্তবয়স্ক এক রাজপুত্র পেল জাপানের সম্রাট পরিবার। আর এ কারণেই দেশজুড়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন যুবরাজ হিসাহাতো।বিশেষজ্ঞদের মতে, হিসাহাতো কেবল রাজপরিবারের ভবিষ্যৎ উত্তরাধিকারীই নন, বরং তিনি হতে পারেন জাপানের সম্ভাব্য শেষ সম্রাটও। তাই তার প্রাপ্তবয়স্ক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে।ঐতিহাসিক তাৎপর্যজাপানের ইতিহাসে রাজপরিবারের পুরুষ উত্তরাধিকারীর সংখ্যা সবসময়ই সীমিত। সর্বশেষ ১৯৮৫ সালে কোনো প্রিন্সের প্রাপ্তবয়স্ক হওয়ার অনুষ্ঠান উদযাপন করা হয়েছিল। তখনকার সেই তরুণ ছিলেন বর্তমান যুবরাজের বাবা প্রিন্স আকিশিনো।আকিশিনোর ভাই, সম্রাট নিরুহিতো বর্তমানে সিংহাসনে রয়েছেন। কিন্তু তার কোনো পুত্রসন্তান নেই। ফলে সিংহাসনের উত্তরাধিকারের কাতারে এখন সবচেয়ে এগিয়ে...