ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে একটি জরিপ প্রকাশ করা হয়েছে। এতে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) পদে কার কতটুকু জনপ্রিয়তা রয়েছে তা তুলে ধরা হয়েছে। রোববার প্রকাশিত এ জরিপ পরিচালনা করেছে বাংলাদেশ পাবলিক একাডেমি ও স্বেচ্ছাসেবী সংগঠন বেসরকারি। এতে দৈবচয়ন পদ্ধতিতে ২৪০ জন ভোটার অংশ নেন, যার মধ্যে ১৮০ জন ছাত্র ও ৬০ জন ছাত্রী। জরিপে দেখা যায়, ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান ৪৬ শতাংশ জনপ্রিয়তা নিয়ে শীর্ষে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে আছেন আব্দুল কাদের ১৮ শতাংশ জনপ্রিয়তা নিয়ে। তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা (১২ শতাংশ) এবং চতুর্থ স্থানে আবু সাদিক কায়েম (৯ শতাংশ)। অন্য প্রার্থীদের সমর্থন করেছেন ১১ শতাংশ ভোটার, আর ৪ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন। এদিকে দীর্ঘ ৫ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত...