বিদেশি এনজিও ও ভারতের প্রত্যক্ষ ইন্ধনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র’ পরিচালিত হচ্ছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি বলে দাবি করেছেন সার্বভৌমত্ব সচেতন ছাত্রসমাজ।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘রাষ্ট্রবিরোধী ও বিচ্ছিন্নতাবাদী আদিবাসী প্রচারণা’ চালানোর অভিযোগ এনে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রার্থীতা বাতিল, ছাত্রত্ব খারিজ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সার্বভৌমত্ব সচেতন ছাত্রসমাজ।রোববার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের প্রধান ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ থোয়াই চিং মং চাক, পাইশিখই মারমা ও শাকিল মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন।সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে কিছু প্রার্থী পরিকল্পিতভাবে ‘আদিবাসী’ শব্দকে সামনে এনে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার প্রচারণা চালাচ্ছে। তারা দাবি করেন, কথিত ‘জুম্মল্যান্ড’ গঠন কিংবা ভারতের সঙ্গে যুক্ত করার...