তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে আজ রোববার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ভিসতা ১৩তম জাতীয় (পুরুষ ও মহিলা) সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা-২০২৫। শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দু’দিন ব্যাপী প্রতিযোগিতার প্রথম দিনে পুরুষ বিভাগে ৩টি এবং মহিলা বিভাগে ২টিসহ মোট ৫টি ওজন শ্রেণীর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ ৭৯ কেজিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিপু চন্দ্রকে হারিয়ে স্বর্ণ পায় বাংলাদেশ পুলিশের জিহাদ। ৮৬ কেজিতে বিজিবির শাকিলকে পরাজিত করে স্বর্ণ জেতেন বাংলাদেশ আনসারের আলী আমজাদ। ৯৭ কেজিতে পুলিশের শান্তকে হারিয়ে স্বর্ণ পান বিজিবির...