ঢাকার ধামরাইয়ে সাদ হত্যা মামলায় ঢাকা জেলা (উত্তর) নিষিদ্ধ ছাত্রলীগের শিক্ষা ও বৃত্তিবিষয়ক সম্পাদক মো. তুষার আহমেদ শান্তকে গ্রেপ্তার করেছে ধামরাই থানাপুলিশ। গত শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে ধামরাই উপজেলার কুল্লাই উনিয়নের কুল্লাগ্রাম থেকে গ্রেপ্তার করেন পুলিশ। গতকাল শনিবার গ্রেপ্তারকৃত শান্তকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তুষার আহমেদ শান্ত উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের আক্তার হোসেনের ছেলে। তুষার আহম্মেদ শান্ত ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ বিএসএস (স্নাতক) শেষ বর্ষের পরিক্ষার্থী। গত শুক্রবার বিকালে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র আফিকুল ইসলাম সাদ। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগষ্ট পুলিশের গুলিতে নিহত হন আফিকুল ইসলাম সাদ। এই বিষয়ে ধামরাই থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ছাত্রলীগের নেতা তুষার আহমেদ শান্তকে অভিযান পরিচালনা...