জাপানকে হারাতে পারলে বিশ্বকাপ হকির কোয়ালিফাই রাউন্ডে খেলার সুযোগ মিলতো বাংলাদেশের। কাজটা যে কঠিন ছিল তার প্রমাণ মিলেছে মাঠেই। রোববার স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৬-১ গোলে হেরেছে জাপানের কাছে। এই হারে ভারতের রাজগিরে চলমান এশিয়া কাপ হকিতে ষষ্ঠ স্থান অর্জন করলো লাল-সবুজ জার্সিধারীরা। নিয়ম ছিল এশিয়া কাপে ষষ্ঠ হলেই বিশ্বকাপ বাছাইয়ের টিকিট পাওয়া যাবে। তবে এশিয়ার অন্যতম পরাশক্তি পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করায় এখন বাংলাদেশকে এই দলটির বিপক্ষে খেলতে হবে তিন ম্যাচের সিরিজ। সিরিজ জিতলে সুযোগ পাওয়া যাবে বিশ্বকাপ বাছাইয়ে। পকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ তিনটি কবে কোথায় হবে সেই সিদ্ধান্ত এখনো জানায়নি এশিয়ান হকি ফেডারেশন। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) জাগো নিউজকে জানিয়েছেন, ‘এখনো আমরা জানি না, ঠিক কবে হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের...