বিখ্যাত কোল্ডপ্লে কনসার্টে কিস‑ক্যামে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন অ্যাস্ট্রোনোমার কোম্পানির প্রাক্তন মানবসম্পদ প্রধান ক্রিস্টিন কেবট এবং সিইও অ্যান্ডি বাইরন। তাদের দেখে কোল্ডপ্লের সংগীতশিল্পী ক্রিস মার্টিন মঞ্চ থেকে মজার মন্তব্য করে বলেন, ‘তারা হয়তো প্রেমে পড়ে গেছে নয়তো খুব লাজুক!’ তার মন্তব্যের পর মুহূর্তেই ক্রিস্টিন ও তার অফিসের বস অ্যান্ডির ঘনিষ্ট সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেটি বেশ বিব্রতকর পরিস্থিতির সূচনা করে। সেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় উভয়েই তাদের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। দুজনকে নিয়েই চলে ট্রল। নানা রকম কৌতুক অনুষ্ঠানেও চরিত্র হয়ে উঠেন তারা। তবে এখানেই শেষ নয়। ঘটনার আঁচ লেগেছে দুজনের ব্যক্তি জীবনেও। বেশ কিছু গণমাধ্যম নিশ্চিত করেছে, এ ঘটনার মাত্র দুই মাসের মধ্যে ১৩ আগস্ট নিউ হ্যাম্পশায়ারের পোর্টসমাউথ আদালতে ক্রিস্টিন কেবট তার স্বামী অ্যান্ড্রু কেবটের...