গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলে, বিএনপি কোন প্রেক্ষাপটে প্রতিষ্ঠা হয়েছিল সেটা সকলকে বুঝতে হবে। বাংলাদেশ যখন গণতন্ত্রহীনতা ও অস্থিতিশীল পরিবেশ ছিল, অর্থনীতি ভেঙ্গে পড়েছিল, জনগণের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠান ও ক্যালিফোর্নিয়া বিএনপির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় সন্ধ্যায় নর্থ হলিউডের চার্চ অব সাইন্টোলোজি মিলনায়তনে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্যালিফোর্নিয়ায় বিএনপির শক্তিশালী কমিটি গঠিত হয়েছে। সবাইকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি সবাইকে...