অসমান মাঠসহ নানা কারণে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নিষেধাজ্ঞা পাওয়া কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর খোদ নেপাল কোচ ম্যাট রস মাঠ নিয়ে অসন্তোষ জানালেন। একই অভিযোগ আছে সফরকারী দলের ফুটবলার জামাল-রহমতদেরও। তাই প্রশ্নটা উঠছে-তাহলে কেন এই স্টেডিয়ামে খেলার ঝুঁকি নিল বাংলাদেশ দল? নিষেধাজ্ঞা থাকলেও এই মাঠে প্রীতি ম্যাচ আয়োজনের বাধা নেই। তাই প্রায় দুই বছর পর এই ভেন্যুতেই বাংলাদেশের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নেয় নেপাল। আগে সম্মতি দেওয়া বাংলাদেশ শনিবার প্রথম প্রীতি ম্যাচ খেলার পর উপলব্ধি করতে পেরেছে, মাঠের দুরবস্থা। বড় বড় ঘাস, অসমান পিচ, নিয়মিত পানি না দেওয়ার কারণে যা-তা অবস্থা। এই কারণগুলো উল্লেখ করে বাংলাদেশ দলের ডিফেন্ডার রহমত মিয়া বললেন, এই মাঠ খেলার উপযোগী নয় মোটেও। “এখানের মাঠের অবস্থা ভালো না। বাইরে থেকে যেমনটা দেখা...