দেশের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাস্টিস ফর জুলাই সংগঠন। আগামী ১ মাসের মধ্যে এসব দৃশ্যমান না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। রবিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।আরো পড়ুন:অবৈধ বাসস্ট্যান্ড সরাতে জবি শিক্ষার্থীদের পদযাত্রাট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত তাদের দাবিগুলো হলো- যেখানে যত দাগী আসামি আছে এবং যারা আগস্টের পর জামিন পেয়েছিল, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে; আওয়ামী লীগের যত হত্যাকারী, খুনী আছে যারা জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের গ্রেপ্তার করতে হবে; পুলিশ বাহিনীকে সংস্কার করতে হবে, এই পুলিশ বাহিনীকে আর কোনো রাজনৈতিক দলের বন্দুকের নিচে থেকে জনগণের বিপক্ষের শক্তি হিসেবে পুনরায় দাঁড় করানো যাবে না। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক তাহমিদ ফাহিম বলেন, “দেশের...