০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান বলেছেন, শাজাহানপুর থেকেই শুরু হোক বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের বিপ্লব। এ জন্য খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তাদের হাতে পৌঁছানোর দায়িত্বে নিয়োজিতদেরকে বিশ্বস্ততা অর্জন এবং তা ধরে রাখতেহবে। গতকাল রোববার বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ সভা কক্ষে ‘পরিবেশ বান্ধব কৃষি ও এর ব্যবসায়িক গুরুত্ব’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মেনোনাইট সেণ্ট্রাল কমিটি (এমসিসি) বাংলাদেশ’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’র বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন গাক’র সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলম। স্বাগত বক্তব্য রাখেন গাক’র সহকারি পরিচালক সরদার জিয়াউদ্দিন। মূল আলোচক ছিলেন এমসিসি বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর...