০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম পরিচালনা পর্ষদের নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডোভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম’কে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালককে (যুগ্ম সচিব) অন্য নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছে। এর আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। মেধা, সততা ও দেশপ্রেম নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশকে আরও সমৃদ্ধ হবে দর্শনা কেরু...