০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম আগামী ১৪ সেপ্টেম্বর থেকে দেশের তিন ভেন্যুতে শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় আসর। প্রথম আসরের সব ম্যাচ আয়োজন করেছিল সিলেট। এবার সিলেটের সাথে ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে রাজশাহী ও বগুড়া। প্রথম আসরের মত দ্বিতীয় আসরও শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়রা অংশ নেবে। এবারের আসরে খেলবে সাত বিভাগ ও ঢাকা মেট্রো। ইতোমধ্যেই অধিনায়ক চূড়ান্ত করেছে দলগুলো। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগের নেতৃত্বে থাকছেন আকবর আলী। ঢাকা বিভাগে মাহিদুল ইসলাম অঙ্কন এবং ঢাকা মেট্রোর অধিনায়কত্ব করবেন নাইম শেখ। এটি হবে মেট্রোর শেষ টুর্নামেন্ট। কারণ পরের বছর থেকে মেট্রোর স্থলাভিষিক্ত হবে ময়মনসিংহ বিভাগ। সিলেটের অধিনায়কের দায়িত্ব পালন করবে জাকির হাসান। রাজশাহীকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া খুলনা, চট্টগ্রাম...