বিভিন্ন দেশ থেকে বাণিজ্য সুবিধা আদায়ে বাংলাদেশের অবস্থান যথেষ্ট শক্তিশালী নয় বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তার মতে, গুটিকয়েক রপ্তানি পণ্য নিয়ে দরকষাকষি করা বেশ কঠিন। রোববার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে গবেষকরা বলেন, এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি বাজারে সুবিধা পেতে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য দক্ষতা বাড়াতে হবে। বাংলাদেশ থেকে আমেরিকার বাজারে রপ্তানি হয় প্রায় ৮৫০ কোটি ডলারের পণ্য, যার ৮৫ ভাগই তৈরি পোশাক। ৬০০ কোটি ডলারের বেশি বাণিজ্য ঘাটতি সামনে এনে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের পণ্যে ৩৭ শতাংশ বাড়তি শুল্কারোপ করে। কয়েক দফা আলোচনার পর তা নেমে আসে ২০ শতাংশে। স্বল্পোন্নত দেশ থেকে আগামী বছরের নভেম্বরে উত্তরণ হবে বাংলাদেশের। তাই বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যে দরকষাকষি হবে নিয়মিত ও গুরুত্বপূর্ণ কাজ। এজন্য দক্ষ...