চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী পরিচালিত যৌথবাহিনীর অভিযানে ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ আলগী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্যরাও এতে অংশ নেন। সেনাবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদগঞ্জে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র তৈরি হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১৪টি বড় ছুরি, ৭টি চাপাতি এবং ৩টি ছোট ছুরি। উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনি প্রক্রিয়ার অংশ...