চট্টগ্রামের হাটহাজারীতে ‘অশালীন অঙ্গভঙ্গির ছবি’ ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে সুন্নি ও কওমি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১০৭ জন। আহতদের মধ্যে গুরুতর ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ছবি পোস্ট দেয়ার অভিযোগে গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে জশনে জুলুস থেকে ফেরার পথে ফটিকছড়ির শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে আরিয়ান ইব্রাহীম (২০) নামে এক যুবককে আটক করা হয়। তবে এর আগে ওই যুবক ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে ক্ষমা চাইলেও হাটহাজারীতে উত্তেজনা বিরাজ করে। উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ১৪৪ ধারা জারি করেন। এরপর রাত ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ...