ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন চত্বরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মলনে এ অভিযোগ করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’র ভিপি প্রার্থী আবদুল কাদের। তিনি বলেন, ‘ভোটকেন্দ্র দূরে স্থাপন করা হচ্ছে। এটি শিক্ষার্থীদের প্রতি গাদ্দারির শামিল। তাছাড়াও বিএনপি এবং জামায়াতের নেতারা ঢাবির শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ভোট চাচ্ছেন। যা আচরণবিধি লঙ্ঘন বলে মনে করেন শিক্ষার্থীরা।’ কাদের বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের বেঁধে দেওয়া আচরণবিধি মেনেই প্রচারণা চালিয়েছি। ছাত্রদলের জিএস প্রার্থী আচরণ লঙ্ঘন করেছেন। তাদের কথায় তফসিলও পেছানো হয়েছে।’ বাগছাস নেতা বলেন, ‘জামায়াত গ্রামে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ভোট চাচ্ছে। প্রায় চার হাজার শিক্ষার্থী নিয়ে ফোকাস কোচিং...