ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে ১১টি প্রতিশ্রুতি দিয়েছেন ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের ১১ নারী প্রার্থী, যেখানে সাইবার বুলিং প্রতিরোধ সেল গঠন এবং নারীর প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করার কথাও বলা হয়েছে। রোববার বিকালে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে 'নারী প্রশ্নে বিন্দুমাত্র ছাড় নয়' প্রতিপাদ্য নিয়ে ইশতেহার ঘোষণা করেন তারা। ইশতেহার পাঠ করেন প্রতিরোধ পর্ষদ প্যানেল মনোনীত ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক প্রার্থী নূজিয়া হাসিন (রাশা) এবং সদস্য প্রার্থী মিশকাতুল মাশিয়াত। তাদের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—নারীবান্ধব আবাসন; অনাবাসিক নারী শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য নিরসন; যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর কর; সাইবার বুলিং প্রতিরোধ সেল গঠন করা; নারীর প্রজনন স্বাস্থ্য ও মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করা। ঋতুস্রাবের সময়ে ক্লাস-পরীক্ষায় উপস্থিত হওয়ার ব্যাধবাধকতা থেকে মুক্তি; নারীদের শৌচাগারের অধিকার নিশ্চিত...