দেশে এখন কোনও নির্বাচনী পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শনিবার (৬ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা শহরের কুলি শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সারোয়ার তুষার বলেন, জাতীয় পার্টিকে ধরে যারা নির্বাচনের পরিকল্পনা করছে, তারা আসলে সুষ্ঠু নির্বাচন নয়, বরং বাংলাদেশে গৃহযুদ্ধ তৈরি করতে চায়। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের তীব্র ক্ষোভ রয়েছে। তাই এই দুই দলকে নিয়ে নির্বাচনের আয়োজনের মানে হবে নতুন করে অস্থিরতা সৃষ্টি করা। তিনি বলেন, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী আওয়ামী লীগের সহযোগিতায় নির্বাচনে অংশ নিয়েছেন। তাই তার গণতন্ত্র বা গণঅধিকার পরিষদের বিষয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। জাতীয় পার্টিকে রক্ষার কোনো দায় বিএনপির নেই। বরং প্রমাণ করতে হবে...