অবশেষে বদরুদ্দীন উমরের মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শোকবার্তা দিয়েছেন। দেওয়াটাই স্বাভাবিক। তিনি আমৃত্যু রাজনীতিতে যুক্ত ছিলেন; রাজনৈতিক অঙ্গনে খুব একটা কিছু করতে না পারলেও রাজনীতিকে সোজা পথে পরিচালিত করতে চেষ্টা করেছেন। রাজনীতির বাইবে আরও সব ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন। শুধুমাত্র ভাষা আন্দোলন নিয়ে যে গবেষণা করেছেন, এরপর আগে-পরে আর কিছু না করলেও তাকে চিরকাল স্মরণে রাখতে হতো আমাদের। তিনি নিজেও একজন ভাষাসংগ্রামী। তবু ‘অবশেষে’ বললাম এই জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের প্রধান উপদেষ্টা শোক প্রকাশে যথেষ্ট বাছবিচারী। এটা প্রথম আমার নজরে এল, কিছুদিন আগে পরপর দুদিনে দুজন বড় মানুষ বীর মুক্তিযোদ্ধা, নারীনেত্রী, সমাজসেবী ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক মাহফুজা খানম এবং চিন্তাবিদ, প্রাবন্ধিক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকারের মৃত্যুর পর। আমি অপেক্ষা করলাম সরকার...