গাইবান্ধায় বোরো-আমনের মাঝের সময়ে ক্লাস্টার আকারে আউশ ধানের চাষ করেন কৃষকরা। ধান পাকায় জেলাজুরে চলছে কাটা মাড়াইয়ের কাজ শেষ পর্যায়ে। অনুকুল আবহাওয়ায় বন্যা প্রবল পতিত জমিতে আউশ আবাদে ফলনে খুশি চাষীরা। চলছে আগাম রবি ফসল চাষের প্রস্তুতি। কৃষি বিভাগ জানিয়েছে এতে করে জেলায় প্রায় ৫৮ হাজার ৩২ মেট্রিক টন আউশ ধান উৎপাদন হবে। এ বছর জেলার আনেক এলাকার কৃষক বন্যা প্রবল পতিত নিচু জমিতে ক্লাস্টার আকারে আউশ চাষ করেন। সোনালী বর্ণের পাকা ধানে ভরে উঠে এসব আউশ ধানের ক্ষেত। অনুকুল আবহাওয়ায় বোরো-আমনের মাঝে পতিত জমিতে এবার আউশের আশানুরূপ ফলন পেয়ে খুশি কৃষকরা। সেই সাথে পতিত জমি আউশ ধান চাষের আওতায় আসায় এলাকার চিত্র অনেকটাই পাল্পে গেছে। জেলার বিভিন্ন এলাকায় আউশ ধান কাটামাড়াইয়ের কাজ শেষ পর্যায়ে। ক্লাস্টার আকারে আউশ আবাদে ভালো...