ঢাকার ধানমন্ডি থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন তুহিনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান রোববার শুনানি নিয়ে রিমান্ডের আদেশ দেন। গত ৩ সেপ্টেম্বর ধানমন্ডির বাসা থেকে তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য রোববার দিন ধার্য করেন। সে অনুযায়ী, তুহিনকে রোববার আদালতে হাজির করা হয়। তার আইনজীবী মোহাম্মদ কামরুল হোসেন রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে অ্যাডভোকেট কামরুল...