যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক নারীর বিরুদ্ধে তার পোষা কুকুরকে ভোটার হিসেবে নিবন্ধন করানোর পাশাপাশি ওই কুকুরটিকে দিয়ে দুবার ভোট প্রদানের অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আর এ কাজের জন্য ওই নারীকে এখন পাঁচটি গুরুতর অপরাধ করার মতো অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে। নিজের পোষা কুকুরকে দিয়ে ভোট দেওয়ানোর এই ঘটনায় ক্যালিফোর্নিয়ার কোস্টা মেসা এলাকার ৬২ বছর বয়সী নারী লরা লি ইউরেক্সের বিরুদ্ধে অরেঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস মোট পাঁচটি অভিযোগ এনেছে। এগুলোর মধ্যে রয়েছে মিথ্যা হলফনামা প্রদান, মিথ্যা তথ্য দিয়ে বা জালিয়াতির মাধ্যমে নথি সংগ্রহ, ভোট দেওয়ার জন্য উপযুক্ত না হয়েও ভোট প্রদান এবং অস্তিত্বহীন লোককে ভোটার হিসেবে নিবন্ধনের মতো অভিযোগ। খবর ফক্স নিউজের। লরা লি ইউরেক্স তার কুকুরকে দিয়ে মোট দুবার ডাকযোগে ভোট দিয়েছিলেন। ভোটার হিসেবে ওই পোষা প্রাণীটির নাম দেওয়া...