গত বছর রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জয় করে নিয়েছেলেন স্পেন ও ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রি। এ নিয়ে কম বিতর্ক হয়নি।যদিও রদ্রি তখন দাবি করেছিলেন, যোগ্যতা দিয়েই তিনি এ সম্মান জয় করেছিলেন। কিন্তু ব্যালন ডি’অর জয়ের পরই যেন হারিয়ে গিয়েছিলেন ম্যানসিটির এই তারকা। ইনজুরি তাকে লম্বা একটা সময়ের জন্য মাঠের বাইলে ছিটকে দিয়েছিল। সম্প্রতি ইনজুরি কাটিয়ে ফিরলেও আগের সেই উদ্যম কেন যেন পাচ্ছেন না। ব্যালন ডি’অর জয়ের পর যে নিজেকে আরও মেলে ধরবেন, সে সুযোগটা পাননি বলেই জানিয়েছেন রদ্রি। জানালেন, গত বছর পাওয়া ব্যালন ডি’অর তার কাছে বিশেষ কোনো মূল্য রাখে না, কারণ ভয়াবহ চোটে তিনি দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। ২৯ বছর বয়সী এই ফুটবলার অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (ACL) ছিঁড়ে যাওয়ার কারণে গত...