জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস সংলগ্ন এলাকা থেকে রায়সাহেব বাজার পর্যন্ত অবৈধ বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পদযাত্রা আয়োজন করেন। রোববার দুপুর ১টায় শান্ত চত্বর থেকে শুরু হওয়া পদযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল ফটক অতিক্রম করে রায়সাহেব বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। শিক্ষার্থীরা “ওয়ান টু থ্রি ফোর, বাসস্ট্যান্ড নো মোর”, “সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও” ইত্যাদি স্লোগান দেন। শাখা ছাত্র অধিকার পরিষদের দপ্তর ও প্রচার সম্পাদক অপু মুন্সী বলেন, “বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এমন পরিবেশ আমরা আর চাই না। আমাদের নিরাপত্তা প্রয়োজন। যদি এই অবৈধ বাস ঢোকে, একটিও বাস সুস্থভাবে ফিরতে পারবে না।” জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “অবৈধ বাসস্ট্যান্ড তৈরি করে চাঁদাবাজি ও মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে। এক ছাত্রী বাসচাপায়...