তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, ‘শিশু-কিশোরদের মেধা অন্বেষণের বড়ো প্ল্যাটফর্ম হচ্ছে নতুন কুঁড়ি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে মন্ত্রণালয় ও বিটিভি কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে।’ রবিবার (৭ই সেপ্টেম্বর) ঢাকার তথ্য ভবনে ডিএফপির সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতা উপলক্ষে দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিশু-কিশোরদের জীবনে স্পন্দন জাগাতে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার ভূমিকা তুলে ধরে সচিব বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক গুণী শিল্পী তৈরি হয়েছেন।’ নতুন কুঁড়ির মঞ্চ থেকে ভবিষ্যতেও অনেক গুণী শিল্পী তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। মাহবুবা ফারজানা বলেন, ‘তথ্য ও সম্প্রচার উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নতুন কুঁড়ি প্রতিযোগিতাকে সফল করতে মন্ত্রণালয় ও বিটিভির কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। এই প্রতিযোগিতা আয়োজনে...