ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে অবহেলা এবং খুনিদের দ্রুত আইনের আওতায় আনতে বিলম্বের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার দুপুরে ইবি মিল্লাতিয়ান সোসাইটি'র ব্যানারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ‘সাজিদ হত্যার বিচার চাই’, ‘সাজিদ হত্যার তদন্ত কতদূর?’ ও ‘বিচার নিয়ে টালবাহানা মানি না’ লেখা প্ল্যাকার্ড হাতে রেখে দাবি জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন শাখা ছাত্র শিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসান, ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, ইবি মিল্লাতিয়ান সোসাইটির সভাপতি শাহ-ফরিদসহ অন্যান্য শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, “দুই মাস অতিবাহিত হলেও তদন্তের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে সিআইডি বা পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এখনও তারা দায়িত্ব নেয়নি। খুনিদের সঙ্গে প্রশাসনের লিয়াজো আছে কি না, তা নিয়েও সন্দেহ দেখা...