২০১৫ সালে ভলফসবুর্ক থেকে সিটিতে পাড়ি দিয়ে অল্প সময়েই, কোচ পেপ গুয়ার্দিওলার আক্রমণাত্মক কৌশলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন এই প্লেমেকার। গত এক দশকে ক্লাবটির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ও টানা চারটিসহ মোট ছয়টি প্রিমিয়ার লিগ জয় এবং আরও অনেক সাফল্যের মূল কারিগরদের একজন ছিলেন তিনি। গত মৌসুমে চোটের ছোবলে অবশ্য বেশ ভুগতে হয় ডে ব্রুইনেকে, পারফরম্যান্সেও ছিল না আগের ধার। তারপরও কোচের আস্থায় ঠিকই ছিলেন তিনি। কিন্তু, ক্লাব কর্তাদের থেকে নতুন চুক্তির প্রস্তাব পাননি তারকা মিডফিল্ডার। তাই, মনে কষ্ট নিয়ে গত জুনে পাড়ি জমান নাপোলিতে। ইতালিয়ান দলটির হয়েই আগামী ১৮ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে সিটির বিপক্ষে মাঠে নামবেন ডে ব্রুইনে। ইতিহাদ স্টেডিয়ামের ম্যাচটি দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসরে যাত্রা শুরু হবে দল দুটির, যেই মাঠে অনেক অনেক শিরোপা উৎসব করেছেন ডে...