কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অন্যতম জনক হিসেবে পরিচিত জিওফ্রে হিন্টন সতর্ক করে বলেছেন, এই প্রযুক্তির উত্থান বিশ্বজুড়ে কোম্পানিগুলোকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি মুনাফা এনে দেবে, আর তার খেসারত দিতে হবে শ্রমিকদের। বিপুলসংখ্যক মানুষের চাকরি হারানোর ফলে ভয়াবহ বেকারত্ব তৈরি হবে। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ধনীরা এআই ব্যবহার করে শ্রমিকদের প্রতিস্থাপন করবে। এর ফলে ব্যাপক বেকারত্ব তৈরি হবে ও কোম্পানির মুনাফা হু-হু করে বাড়বে। কয়েকজন আরও ধনী হবে, আর অধিকাংশ মানুষ দরিদ্র হয়ে পড়বে। এর দায় এআইয়ের নয় বরং পুঁজিবাদী ব্যবস্থার। হিন্টন, যিনি গত বছর নোবেল পুরস্কার জয় করেছেন, দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে নিয়ন্ত্রণহীন এআই বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। তার ভাষ্য, এখন আমরা এমন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে কিছু অসাধারণ ঘটছে।...